কম্পিউটারের প্রজন্ম (First Generation Computer):
কম্পিউটার এর বিবর্তনের ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটি ধাপকে কম্পিউটারের জেনারেশন (Generation) বা প্রজন্ম বলে। কম্পিউটারের প্রজন্ম বিন্যাস নিয়ে কিছুটা মতান্তর আছে। আইবিএম কম্পিউটারের একটি বিজ্ঞাপন থেকে প্রজন্ম হিসাবে ভাগ করার প্রথা চালু হয়। নিম্নে তা আলোচনা করা হলো:
ক) প্রথম প্রজন্ম (First Generation Computer): 1940 সাল হতে 1958 সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে। 1942 সালে আইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন (Dr. Jhan) আটানাসফ গবেষণার কাজকে ত্বরান্বিত করার জন্য ভাল্ভ ব্যবহার করে ছোট একটি কম্পিউটার তৈরি করেন। যা এবিসি Atasof Barry Computer (ABC) নামে পরিচিত।
ABC এর আবিষ্কারে অণুপ্রাণিত হয়ে পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মউসলি 1946 সালে Electronic Numarical Interator and Canculator (ENIAC) নামের কম্পিউটার (Computer) তৈরি করেন। এই কম্পিউটার প্রতি সেকেন্ডে 5000টি গণনা করতে পারতো। কিন্তু উক্ত কম্পিউটার তথ্য সংরক্ষণ করতে পারতো না।
উপরোক্ত সমস্যার সমাধানের জন্য ইউনিভার্সিটি অব ম্যানচেষ্টার (University of Manchester) এর বিজ্ঞানীগণ এগিয়ে এসেছিলেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে মার্ক (Mark) নামে যন্ত্রটি তৈরি হয়। একে সত্যিকার অর্থে কম্পিউটার হিসাবে অভিহিত করা যায়। কারণ এটিতে নির্দেশ এবং তথ্য উভয়ই জমা রাখা সম্ভব ছিল।
MARK কম্পিউটারটি উদ্ভাবনের পরেই কম্পিউটারের বৃদ্ধি সাধিত হতে থাকে। 1941 সালে প্রথম স্মৃতি সম্বলিত কম্পিউটার Electronic Delay Storage Automatic Computer (EDSAC) আবিষ্কার করা হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মরিস উইলকিস আবিষ্কার উক্ত Electronic Delay Storage Automatic Computer (EDSAC) কে ১ম প্রজন্মের কম্পিউটার বলা হয়।
একই সময়ে জন একার্ট ও মকলি এর সমন্বিত প্রচেষ্টায় ম্যাগনেটিক টেপ স্মৃতি সম্বনিত Binary Automatic Computer (BINAC) আবিষ্কার করা হয়। কিন্তু সম্বনিত Binary Automatic Computer (BINAC) এ সমস্যা বা ত্রুটি থাকায় এটি জনপ্রিয়তা লাভ করতে পারে নাই। অপরদিকে 1951 সালে নৌবাহিনীতে আমেরিকান মিনেসোটার কোম্পানী Engineering Research Accociates (ERA-1101) নামে একটি কম্পিউটার তৈরি করে।
১০,০০,০০০ দশ লক্ষাধিক বিট (10,00,000 BIT) ধারণ Engineering Research Accociates (ERA-1101) কম্পিউটার প্রথম বাণিজ্যিকভাবে বাজারে আনে।
Computer generation Video Description
UNIVAC (ইউনিভ্যাক), ANIAC (এনিয়াক), MARK (মার্ক) এবং ADSAC (এ্যাডস্যাক) ই ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার বা First Generation Computer).
অল্প ধারণ ক্ষমতা সম্পন্ন, বায়ু শূন্য টিউবের ব্যবহার এবং কম নির্ভরযোগ্যতা ইত্যাদির আবিষ্কারের মাধ্যম দিয়েই প্রথম প্রজন্মের কম্পিউটারের যুগ অতিবাহিত হয়।